ইরানের সেরা ভিপিএন

সকলেই জানে যে ইরানের ইন্টারনেট নেটওয়ার্কে কিছু অস্বাভাবিক ফিল্টারিং চলছে, দেশের মধ্য থেকে বেশ কিছু ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না। সত্যিই এটি আমাদের আওতার বাইরে। কিন্তু যদি আপনি ইরানে থাকেন, অথবা ভবিষ্যতে সেখানে ভ্রমন করেন, আপনাকে এই ব্যাপারের জন্য প্রস্তুত থাকতে হবে। এই ব্যাপারকে এড়িয়ে চলার সেরা উপায় হচ্ছে একটি ভিপিএন সেবার জন্য সাইন আপ করা এবং আপনি যখন ইরানে যাবেন তখন এটি ব্যবহার করা। এই এনক্রিপটেড ডাটা ব্যবহার করে আপনি তখন ইরানের বাইরের ওয়েবসাইটগুলোতে যোগাযোগ করতে পারবেন।


এই কারণে আমরা ইরানে কাজ করে এরকম শীর্ষস্থানীয় ভিপিএনগুলোকে নিয়ে একটি নিবন্ধ লেখার সিদ্ধান্ত নিয়েছি, যাতে করে আপনি নিশ্চিতভাবে এই সকল সেবা গ্রহন করতে পারেন। যেহেতু সেখানে ১০০রও বেশী ভিপিএন সেবা রয়েছে, তাই সেগুলোর বিস্তারিতভাবে তুলনামূলক আলোচনা করা বুদ্ধিমানের কাজ, কেননা সেবার মানের ক্ষেত্রে অনেক তারতম্য হয়ে থাকে। কি ধরণের প্রোটোকল ব্যবহার করা হয়েছে (পিপিটিপি, এলটুটিপি, মুক্ত ভিপিএন) থেকে আরম্ভ করে মূল্য নির্ধারণ ও ব্যান্ডউইডথের সীমাবদ্ধতা পর্যন্ত বিবেচনা করার মত অনেক বিষয়ই রয়েছে।

নিম্নে আমাদের সারসংক্ষেপের দিকে একটু নজর দিন, এরপরে আমরা সেবাগুলো সম্পর্কে বিশদ আলোচনা করবঃ


ইরানের ভিপিএন সেবা, এলটুটিপি ভিপিএন সেবা ইরান, সেরা ভিপিএন পর্যালোচনা ইরান, ইরানের ভিপিএন সেবা দাতা 


Geen opmerkingen:

Een reactie posten